ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, ডিসেম্বর ১৭, ২০১৯
মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

মৌলভীবাজার: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে হাজারো দর্শকের সমাগমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মৌলভীবাজার ও সিলেট অঞ্চল থেকে মোট ১১টি ঘোড়া অংশ নেয়।

এদের মধ্যে সিলেটের ‘হৃদয় বাংলা’ ঘোড়াটি প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয় মৌলভীবাজারের ‘দিলদেওয়ান’ নামের ঘোড়া। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।  

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা-দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ