ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ১১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
মেহেরপুরে ১১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবেড়িয়া সীমান্ত থেকে ১১শ’  তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্প।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

তেঁতুলবাড়ীয়া বিওপি’র হাবিলদার কাশেম মল্লিক বাংলানিউজকে জানান, মুথুরাপুর সীমান্ত থেকে একটি আলগমনে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তখন বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে আলগামন ফেলে চালক পালিয়ে যায়। পরে ওই আলগামন থাকা একটি ট্যাঙ্কের মধ্য থেকে ১১শ’ তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আলগামনটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।