বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ।
বিভিন সংগঠনের নেতাদের উপস্থিতিতে কর্মসূচিতে বক্তারা বলেন, সদ্য প্রকাশিত রাজাকারদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও অপমানকর। যেসব মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের নাম রাজাকারদের তালিকায় আসা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড বলেই মনে করেন তারা। যার কারণে এই তালিকা দ্রুত বাতিল করা ও একইসঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/এএটি


