ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্ত দিবসে পাবনায় বিজয় র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, ডিসেম্বর ১৮, ২০১৯
মুক্ত দিবসে পাবনায় বিজয় র‌্যালি

পাবনা: পাবনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে বিজয় র‌্যালি বের করে মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ দুর্জয় পানায় পুষ্পার্ঘ অর্পণ করেন।

পুষ্পার্ঘ অর্পণের পরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  

সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুল রহিম পাকন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, সম্পাদক মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি আবুল কাশেম, নাট্যককর্মী মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ