রবিন আহম্মেদ কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। তিনি টঙ্গীর টাংকিরটেক এলাকায় একটি বাড়ি কিনে বসবাস করতেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা বাংলানিউজকে জানান, রবিন আহম্মেদ সৌদি প্রবাসী। প্রায় এক মাস আগে তিনি দেশে আসেন। গত ১৫ ডিসেম্বর বিকেল থেকে তিনি নিখোঁজ হন। এরপর নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। বিষয়টি তদন্ত করে জানা যায়, রবিন আহম্মেদকে অপহরণ করা হয়েছে। এক পর্যায়ে টঙ্গী থেকে সোহেল ও কাউছার নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা রবিনকে হত্যার কথা স্বীকার করেন। তারা জানান, রবিন আহম্মেদকে পিটিয়ে হত্যার পর সোহেলের ফ্রিজের শোরুমের একটি ফ্রিজে মরদেহ রেখে দেন। পরে সুযোগ বুঝে মরদেহ কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় মরদেহ ফেলে দেওয়া হয়। বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতনন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরএস/ওএইচ/