ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
হাতিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার রামচরণ বাজার সংলগ্ন মেঘনার নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- একই উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানউল্ল্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে ডাকাত সর্দার নাজিম মোল্লা ও তার সহোযোগী রামচরণ ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে সেলিম।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডাকাতির প্রস্তুতির বৈঠক থেকে অস্ত্রসহ ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি একনলা বন্দুক, একটি লেঞ্চার, একটি ছোরা ও দেশীয় তৈরি একটি লোহার স্ট্রিক। গ্রেফতার দু’জনের মধ্যে ডাকাত সর্দার নাজিমের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে।  

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সকালে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।