ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকেয়া দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
বকেয়া দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সড়কের দুই পাশেই শ্রমিকদের অবস্থানের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শ্রমিকরা প্রথমে সড়কের একপাশে অবরোধ করেন। পরে দুই পাশেই অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম সিদ্দিকী বাংলানিউজকে জানান, টপ জিন্স নামে একটি গার্মেটন্সের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আলোচনার মাধ্যমে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হচ্ছে।

এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততম এ সড়কের যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।