ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ধর্ষণ মামলায় চিকিৎসক গ্রেফতার 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
সাভারে ধর্ষণ মামলায় চিকিৎসক গ্রেফতার  প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারে ধর্ষণের মামলায় রনি (৪৫) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়।  

রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি ট্রমা রোগীদের চিকিৎসক।  

অভিযোগ সূত্রে জানা গেছে, রনির বাড়িতে কাজের সুবাদে পরিচয় হয় ভুক্তভোগী ওই নারীর, পরে রনি তার কাছ থেকে টাকা ধার নেন। গত ২৬ ডিসেম্বর রনির দোকানে টাকা চাইতে গেলে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। বিষয়টি স্থানীয়দের জানালে রনির স্ত্রী আয়েশা তাকে মারধর করে তাড়িয়ে দেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে রনিকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার বাংলানিউজকে বলেন, রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সকালে  তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।