ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাট প্রেসক্লাবে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
বাগেরহাট প্রেসক্লাবে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বাগেরহাট প্রেসক্লাব। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, প্রেসক্লাবের সদস্য আকমল উদ্দিন সাখি, ইয়ামিন আলী, এসএম সামসুর রহমান প্রমুখ।

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হোসাইনের সভাপতিত্বে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বিদায়ী সংবর্ধনায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, খানজাহান আলীসহ (রহ.) বিভিন্ন মহা মানুষের পূন্যভূমি বাগেরহাট। বাগেরহাটের মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে বাগেরহাটের মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। বাগেরহাটে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে বাগেরহাটের গণমাধ্যমকর্মীরা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন বাগেরহাটের মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।