ঢাকা: রাজধানীর মহাখালীতে ‘ড্যান্ডি’ মাদক সেবন নিয়ে বিতর্ক ও মারামারির জেরে আরিফ নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন—জনি (১৮) ও অপ্রাপ্ত বয়স্ত এক কিশোরী।
গ্রেফতার জনি বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। নিহত আরিফের বাবা বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ড্যান্ডি খাওয়া নিয়ে জনি ও আরিফের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারি লাগে। জনি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আরিফকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। আমরা রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করি। এদের মধ্যে একজন কিশোরীও রয়েছে, সে অপ্রাপ্ত বয়স্ক বলে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
মামলার প্রধান আসামি জনিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান বানানী থানার ওসি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসজেএ/এমজেএফ