ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইন্টারভিউ দিতে গিয়ে প্রাণ গেলো দুই নারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ইন্টারভিউ দিতে গিয়ে প্রাণ গেলো দুই নারীর

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার একটি গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বাসের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)।  

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান বাংলানিউজকে জানান, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন বকুল ও করোনা খাতুন। এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বকুল ও করোনা খাতুন বাইমাইল এলাকার ফাইজা গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।