ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিআইজিইআরের এসএবির সদস্য হলেন আবুল বারকাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
টিআইজিইআরের এসএবির সদস্য হলেন আবুল বারকাত ড. আবুল বারকাত

ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিথযশা গবেষণা প্রতিষ্ঠান–টিআইজিইআর (ট্রান্সফরমেশন, ইন্টিগ্রেশন, গ্লোবালাইজেশন ইকোনমিক রিচার্স) এর সাইন্টিফিক রিসার্চ এডভাইজারি বোর্ডের (এসএবি) সদস্য হিসেবে ১০ বছরের (২০২১-৩০) জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত।

শনিবার (০২ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ-এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অর্থনীতি সমিতি মনে করে ড. বারকাতের এ মনোনয়ন ব্যক্তি বিবেচনা ছাড়াও, দেশের এবং অর্থনীতি সমিতির জন্য এক অপরিমেয় সম্মানের বিষয়। এসএবি–টিআইজিইআর’র বোর্ড চেয়ারম্যান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী জোসে র‌্যামন হর্ট ২০২১-৩০ সময়কালে দায়িত্ব পালন করবেন। তিনি চেয়ারম্যান হিসেবে অর্থনীতিতে নোবেল বিজয়ী রবার্ট এ মুন্ডেলের স্থলাভিষিক্ত হবেন।

গবেষণা প্রতিষ্ঠান টিআইজিইআর বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, চিন্তাবিদ, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে সাইন্টিফিক রিসার্চ অ্যাডভাইজারি বোর্ড গঠন করে। আধুনিক পোল্যান্ড বিনির্মাণে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব, অধ্যাপক গ্রাজেজর্জ ডব্লিউ কলোডকো এ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।