ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এতিম শিশু‌দের খাবার প‌রিবেশ‌নে র‌্যাব-৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
এতিম শিশু‌দের খাবার প‌রিবেশ‌নে র‌্যাব-৮ ছবি: বাংলানিউজ

বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহে’ এতিম শিশু‌দের খাবার প‌রি‌বেশন ক‌রেছে র‌্যাব-৮।

শ‌নিবার (০২ জানুয়ারি) বরিশাল জেলার সদর থানাধীন দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২শ’ এতিম‌কে খাবার দেওয়া হয়।

এছাড়াও পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায় ১শ’ জন, ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায় ১শ’ জন ও মাদারীপুর জামিয়া কারীমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায় ১শ’ জনসহ সর্বমোট ৫শ’ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যদের অংশগ্রহণে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি করা হয়। খাবার পেয়ে সকল এতিম শিশু  খুবই আনন্দিত হয়।

খাবার গ্রহণের পূর্বে অফিসার, ডিএডি ও অন্যান্য র‌্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে দুই হাত তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।

ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ব‌লে শ‌নিবার রা‌তে সদর দপ্তর থে‌কে প্রে‌রিত প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘন্টা, জানুয়া‌রি ০২, ২০২১
এমএস/এমএমআই/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।