বেনাপোল (যশোর): শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্তে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর দায়ের কোপে মুক্তার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট সীমান্তে এ খুনের ঘটনা ঘটে।
নিহতের মেয়ে আকলিমা খাতুন বলেন, জমি ভাগ নিয়ে প্রতিবেশী মাজহারুলের বাড়িতে ঝগড়া চলছিল। এসময় বাবা তাদের থামাতে গেলে মাজহারুলের দুই ছেলে মামুন ও মাসুম এবং তাদের সহযোগী আসাদুল বাবাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তারা নদী পার হয়ে পালিয়ে যান।
শার্শার নাভরণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মুক্তার হোসেন খুনের ঘটনায় রাতেই তার ভাই লিয়াকত হোসেন পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন অগ্রভূলাট গ্রামের মাজহারুল ইসলাম, তার স্ত্রী, দুই ছেলে মামুন, মাসুম ও প্রতিবেশী আসাদুল।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
এসআই