ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আসলের চেয়ে বিপজ্জনক নকল ইয়াবায় সয়লাব দেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
আসলের চেয়ে বিপজ্জনক নকল ইয়াবায় সয়লাব দেশ সম্প্রতি নকল ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ

ঢাকা: সব মাদকজাত দ্রব্যের মতো ইয়াবাও অনেক বিপজ্জনক। যা লাখ লাখ সম্ভাবনাময় জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এরমধ্যে দেশ সয়লাব হয়ে গেছে নকল ইয়াবায়।

জানা গেছে, আসল ইয়াবার চেয়ে নকল ইয়াবা আরও বিপজ্জনক। এতে কিডনি ও লিভারের সমস্যা হয়, ক্ষুধামন্দা, মেজাজ খিটেখিটে করে দেয় এবং আরও নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।

মেয়াদোত্তীর্ণ জন্মবিরতিকরণ বড়ি, চক পাউডার, ট্যালকম পাউডার, গ্লুকোজ, প্যারাসিট্যামল ট্যাবলেট, স্টিয়ারিক এসিড, ভ্যানিলা পাউডার ও প্যারাফিন দিয়ে তৈরি হচ্ছে নকল ইয়াবা। আসল ইয়াবার মতো দেখতে হওয়ায় এটি চেনাও কঠিন। ইয়াবায় আসক্ত ব্যক্তিদের মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানির মাধ্যমে দেশে আসা আসল ইয়াবার সঙ্গে নকল ইয়াবা মিশিয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ইয়াবা। দেখতে একইরকম হলেও নকল ইয়াবার রাসায়নিক গঠনে ভিন্নতা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় কেমিক্যাল ল্যাব প্রতিদিন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে পাঠানো শতাধিক ইয়াবার নমুনা পরীক্ষা করে। ল্যাবের তথ্য মতে, প্রতিদিন জব্দ করা ইয়াবার মধ্যে অন্তত চার নমুনার মধ্যে ভেজাল পাওয়া যাচ্ছে। মূল ইয়াবা যে উপাদানের সমন্বয়ে তৈরি এসব ইয়াবায় তা অনুপস্থিত।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।