পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (০৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাকশী লালনশাহ সেতু গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আজগার আলীর ছেলে আনিসুর রহমান (৩১) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২)। এদের মধ্যে আনিসুর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান কোম্পানি রইনওয়ার্ল্ড এবং খালেক ম্যাক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ছিলেন। তবে দুর্ঘটনায় আহতদের নাম জানা যায়নি।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকাল ৭টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানার বিভিন্ন এলাকা থেকে রূপপুর পারমানবিক প্রকল্পের শ্রমিকরা নসিমনে করে কাজে আসছিলেন। পথে ওই মহাসড়কের পাকশী লালনশাহ সেতুর গোলচত্বরে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক আনিসুর ও খালেকের মৃত্যু হয় এবং আহত হন কয়েকজন।
ওসি মনিরুজ্জামান জানান, দুপুরে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহতরা হালকা আঘাত প্রাপ্ত হওয়ায় বাড়ি চলে গেছেন। নসিমনচালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসআরএস