ঢাকা: রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. বাবু (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
আহত বাবুর প্রতিবেশী মো. আনিস জানান, বাবুর বাবার নাম সোবহান মিয়া। স্ত্রী তানজিলাসহ পরিবার নিয়ে শেখেরটেক পোড়া বস্তির ছয় নম্বর রোডে থেকে একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করেন তিনি। বিকেলে পোড়া বস্তির পাশে খালেক মাঠে হাঁটতে যান তিনি। এ সময় একই এলাকার রকি, রাব্বিসহ তিনজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, বছরখানেক আগে রকি বাবুকে পুলিশের কাছে ধরিয়ে দেন মাদক বেচাকেনার দ্বন্দ্ব নিয়ে। তখন এক মাস জেল খাটেন বাবু। বিকেলে খালেক মাঠে রকিই বাবুকে আসতে বলেন। তখন বাবু সেই শত্রুতার কথা নিয়ে জানতে চাইলে রাগান্বিত হয়ে রকিসহ তিনজন তাকে ছুরিকাঘাত করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বাবুকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এজেডএস/আরবি