হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৫টি বিদেশি ওয়াটার বার্ড উদ্ধার ও একজন বিক্রেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিথি এ পাখির নাম মেটেমাথা-টিটি।
রোববার (৩ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার পাখিগুলোকে অবমুক্ত করেন ও রনি আহমেদ (২৮) নামে একজন শিকারীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এর আগে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী উপজেলার সৈয়দপুর বাজার থেকে ৫টি পাখিসহ রনিকে আটক করেন। রনি বালিদ্বারা গ্রামের মাসুক মিয়ার ছেলে।
বন বিভাগ জানিয়েছে, রনি স্থানীয় এক শিকারীর কাছ থেকে ৫টি মেটেমাথা-টিটি দেড় হাজার টাকায় ক্রয়ের পর আরও বেশি দামে বিক্রির জন্য রোববার বিকেলে সৈয়দপুর বাজারে নিয়ে এসেছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে ইউএনও পাখিগুলো অবমুক্ত করেন এবং তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শীত মৌসুমে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে সাইবেরিয়া থেকে এ ওয়াটার বার্ডগুলো এসেছে।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
ওএফবি