গোপালগঞ্জ: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদ উকিল জুয়েল ও সহ-সম্পাদক ফজলে রাব্বী খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিলে শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতারা।
এরপর ছাত্রলীগের নব গঠিত গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ছামিউল হক তনু, আমির হামজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম, ফারসান খান সাগর, মো. মিরসান হোসেন, মো. রাজু খান, মেহেদি মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, হামিম শেখ, সুমন খান রানা, পারভেজ কাজী, আমিনুর রহমান পিয়াল ও আবির হোসেন আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
আরএ