কিশোরগঞ্জ: সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পরে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে পড়া চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
জানা যায়, সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে জামালপুর জেলার দুর্মুর এলাকা থেকে স্লিপার ও পাথর বোঝাই একটি ট্রেন চট্টগ্রামে যাচ্ছিল। পথে কুলিয়াচর উপজেলার ছয়সূতি স্টেশনের কাছে মধুয়ারচর এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে লাইন মেরামত ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার পর ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে পড়া চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএ