ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনা নদী দখল ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
মেঘনা নদী দখল ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

ব্রাহ্মণবাড়িয়া: মুজিববর্ষ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।  

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ নৌবন্দর ও এর আশেপাশের এলাকায় নৌপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে নদী দখল ও দূষণমুক্ত করতে মেঘনা নদীর তীরে এ কার্যক্রম চালানো হয়।

 

বিআইডব্লিউটিএ-এর বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা মো. শহিদুল্লাহর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে পুলিশ, স্বেচ্ছাসেবী ও বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

তারা নদীর তীরবর্তী ময়লা-আবর্জনা সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলেন এবং নদীতে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। অভিযান শেষে বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নদীর তীর দখলমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।