ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে সিফাত (১৪) নামে এক কারখানার শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তারা মসজিদ সংলগ্ন বরিশাল কলোনির গলিতে ছুরিকাহত হয় সে।
সিফাত মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জামাল ভূঁইয়ার ছেলে। কামরাঙ্গীরচরের কয়লাঘাট লবণের মিলের পাশে জামাল হাজির বাড়িতে নানা-নানীর সঙ্গে থেকে ফজলুর হকের বোর্ড কারখানায় কাজ করতো সিফাত।
নিহত সিফাতের খালু মো. আব্দুল রহমান জানান, বিকেলে বাসার পাশে মসজিদ সংলগ্ন বরিশাল কলোনির গলিতে দাঁড়িয়ে হালিম খাচ্ছিলো সিফাত। এসময় একজনের সঙ্গে ধাক্কা লাগলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় সিফাতের। একপর্যায়ে ওই লোক সিফাতের ডান উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী চান মিয়া জানান, আকাশ, ঘটনার সময় রিফাত ও সুমন নামে আরও তিন বন্ধু সিফাতের সঙ্গে ছিল। স্থানীয় শুভসহ আরও কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। ছুরিকাঘাতের বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
এজেডএস/এসএমএকে/এসআই