মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মাদকাসক্ত ছেলের মারধর ও মাদকের টাকার যোগান দিতে না পেরে আব্দুল আজিজ মল্লিক (৬৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ জানায়, স্ত্রী আছিয়া বেগম, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে নাকোল এলাকার ঋষি পাড়ার বাসিন্দা কৃষক আব্দুল আজিজ মল্লিকের সংসার।
ছোট ছেলে সুমন মল্লিক (৩০) সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক কেনার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। দরিদ্র কৃষক বাবার পক্ষে তাকে টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে বাবাসহ পরিবারের লোকদের গায়ে হাত তুলতে শুরু করেন সুমন। শুক্রবার বিকেলে মাদক কেনার টাকা না পেয়ে বাবা আব্দুল আজিজ মল্লিককে মারধর করেন তিনি। এ অপমান সইতে না পেরে তিনি কীটনাশক পান করেন। টের পেয়ে বড় ছেলে পারভেজ মল্লিক বাবাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পারভেজ মল্লিক বাদী হয়ে বাবাকে আত্মহত্যা করতে প্ররোচিত করার অভিযোগে ছোট ভাই সুমন মল্লিকের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত সুমন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের স্ত্রী আছিয়া বেগম বলেন, ছোট ছেলে সুমন মল্লিকের স্ত্রী ও একটি চার বছরের ছেলে রয়েছে। সে সংসারের কোনো খোঁজখবর রাখে না। মাদকের টাকা না পেলে সে বেপরোয়া হয়ে উঠতো। একপর্যায়ে বাবাকেও মারধর শুরু করে।
নাকোল পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ বিশ্বাস জানান, মামলার পর সুমনকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসএমএকে/এসআই