যশোর: যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মনির হোসেন মুন্না হত্যা মামলায় ইকতিয়ার হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৮ জানুয়ারি ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, মনির হোসেন মুন্নাকে হত্যা ও তার মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে বিকেলে ইকতিয়ারকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, মনির হোসেন মুন্না হত্যা ও তার মোটরসাইকেল ছিনতাই কাজে জড়িত সন্দেহে গত ২৯ ডিসেম্বর রাতে শহরের সিটি কলেজপাড়া বৌ-বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাইসকে আটক করা হয়। নাইস ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে। আদালতের অনুমতি সাপেক্ষে নাইসকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পিবিআই। এরপর রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, মনির হোসেন মুন্না যশোর শহরতলীর ঝুমঝুমপুরের সিরাজুল ইসলামের ছেলে। গত বছরের ৯ আগস্ট রাতে তিনি যশোর-নড়াইল সড়কের হামকুড়া ব্রিজের পাশে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হন। এ সময় ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেন। পরে আহত মুন্নাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৩ আগস্ট মুন্না মারা যান। এ ঘটনায় নিহত মুন্নার স্ত্রী রুমা খাতুন বাদী হয়ে গত ১৭ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ইউজি/আরআইএস