নবাবগঞ্জ (ঢাকা): পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিকাল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসে। মুহূর্তে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। এ বছর দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রতিযোগী গরুর সংখ্যা ছিল কিছুটা কম। তবে আয়োজক কমিটি মাইকে বার বার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দা পীযুষ মণ্ডল জানান, প্রায় ৪শ’ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালন করা হয়। এলাকায় মানুষরা প্রতি বছরই এ দিনের অপেক্ষায় থাকেন।
হরিস্কুল গ্রামের শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈ জানান, মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরু রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
যন্ত্রাইল ইউনিয়নের জালালচর গ্রামের বাসিন্দা, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অমলেস সরকার অনুষ্ঠানস্থলে জানান, ইতিহাস ও ঐতিহ্য জাতির অস্তিত্ব। গ্রাম বাংলার মানুষের চিরচেনা সংস্কৃতি বিলুপ্ত প্রায়। এ গরু রশি ছেঁড়া প্রতিযোগিতা ইতিহাসের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
জেআইএম