ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে র্যাব-১০এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আটক ছয় জন হলেনে- মো. শাহজাহান (৪৮), মো. নয়ন (২৫), রফিকুল ইসলাম (৩৮), আঃ হালীম (৬০), মো জাহাঙ্গীর (৫৪) ও জয়নাল আবেদীন (৩০)।
মেজর শাহরিয়ার জানান, বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ টেকেরহাটী নুরিয়া জামিয়া মসজিদ এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ছয় জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ১০২ পিস কার্ড (তাস) ও নগদ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবত একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর শাহরিয়ার।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমএমআই/জেআইএম