ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল-বিয়ার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল-বিয়ার জব্দ জব্দকৃত ফেনসিডিল ও বিয়ার। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা সংলগ্ন কালাবদর নদী থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়াগামী এমএল সোহাগী লঞ্চে অভিযান চালানো হয়।

অভিযানে লঞ্চের ইঞ্জিন রুমের সামনে থাকা একটি ককসিট বক্সে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।  

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিফ পেটি অফিসার জমির হোসেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়া‌রি ১৬, ২০২০
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।