ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় পৃথক স্থানে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
কলাপাড়ায় পৃথক স্থানে ২ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা রুহুল আমিন গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে মহিপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায, সকালে রুহুল আমিন টমটমে করে গাছ বোঝাই করে মহিপুর সমিলে যাচ্ছিলেন। তিনি মোয়াজ্জেমপুর গ্রামের নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন স্থানে পৌঁছালে খাদে পড়ে টমটমটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল নিহত ও তার পিতা রুহুল আমিন গুরুতর আহত হন। আহত রুহুলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩২) নামের এক পর্যটকের মত্যু হয়েছে।

বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। জানা যায়, তার ছেলে মাহিমসহ একটি দল কুয়াকাটায় ভ্রমণে আসেন।  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।