রাজশাহী: রাজশাহীর চারঘাটে ট্রেনের ধাক্কায় সুজন আহমেদ (৩০) নামে এক মাহিন্দ্রাচালকের মৃত্যু হয়েছে।
সুজন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের সড়কঘাট গ্রামের শামসুল হকের ছেলে।
বুধবার (২০ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী রেলক্রসিংয়ের ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাঘা উপজেলার আড়ানী ও চারঘাট উপজেলার বাগমারী এলাকার মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। সুজন আহমেদ বাঘার আড়ানী থেকে মাটিবোঝাই মাহিন্দ্রা নিয়ে চারঘাট উপজেলার বাগমারী এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বাগমারী রেলক্রসিংয়ের ওপর মাহিন্দ্রার চাকা আটকে যায়। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক সুজনের মৃত্যু হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শুধু মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়ছে। ঘটনা সঙ্গে সঙ্গে নিহতের আত্মীয়-স্বজনরা মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছেন।
নিহতের পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসএস/ওএইচ/