সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল ও ৩৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকে বুধবার (২৭ জানুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাঁতীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সাকিবুল ইসলাম জনি (২১), একই উপজেলার ভীমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান শেখ (২৪) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মৃত শামছুল হকের আবুল কাসেম (২১)।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় সাকিবুল ইসলাম জনি ও রমজান শেখকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে উল্লাপাড়া থানার ভদ্রকোল গ্রামে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ আবুল কাসেমকে আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এনটি