ঢাকা: তিস্তা চুক্তির বল এখন ওদের (ভারতের) কোর্টে। আমরা এ বিষয়ে তাদের কাছ থেকে সুখবর শুনতে চাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লি সফরে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, তিস্তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এটা নিয়ে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমঝোতায় আসতে পারেনি। তবে অভিন্ন ছয় নদীর পানি বণ্টনের পাশাপাশি তিস্তা নিয়েও আলোচনা চালিয়ে যেতে চাই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ২৬ মার্চ ঢাকা এলে কোনো চুক্তি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি সকালে চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
টিআর/এএ