ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়েরবাগে কয়েল ফ্যাক্টরির আগুন এখনও নেভেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
রায়েরবাগে কয়েল ফ্যাক্টরির আগুন এখনও নেভেনি

ঢাকা: রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকার পুনম সিনেমা হলের পাশের একটি কয়েল ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণ আনা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।

এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান বলেন, শনিবার (৪ ডিসেম্বর)  দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এদিকে সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসা লিমা খানম জানান, রায়েরবাগে কয়েল ফ্যাক্টরিতে লাগা আগুন রাতে নিয়ন্ত্রণে করা হয়। তবে, এখনও পুরোপুরি নেভানোর ঘোষণা দেওয়া হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১২১3 ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।