গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা ওই জমিতে মুজিব বর্ষ প্রকল্প-২ আওতায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হবে।
রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম।
জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকায় একটি জায়গায় ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৫৮ শতাংশ সরকারি জমি রয়েছে। ওই জমিতে মুজিব বর্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ করা হবে। কিন্তু ওই জমিতে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহলের মদদে দখন হয়ে ছিল। দখলদারদের ওই জমি ছেড়ে দিতে জেলা প্রসাশনের কার্যালয় থেকে বারবার নোটিশ দেওয়া হলেও তারা সেটি আমলে নেননি। অবশেষে রোববার সকালে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
আরএস/কেএআর