নোয়াখালী: দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, মন্দিরে ভাঙচুর, হত্যা, লুট ও অগ্নিসংযোগের প্রতিবাদ, ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে গণঅনশন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, সম্মিলিত সনাতনী পরিষদ বৃহত্তর নোয়াখালী জেলা শাখার আহবায়ক শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর শীল, যুগ্ম সম্পাদক অজিত কুমার নাথ, সদস্য সচিব রসপ্রিয় দাস অধিকারী, বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি তাপস সাহা প্রমুখ।
বক্তারা নোয়াখালীর চৌমুহনীতে ইসকন সমর্থক সহ দুইজনকে হত্যা, দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এছাড়া সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনএইচআর