ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ভোটের ফল পুনর্গণনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বরিশালে ভোটের ফল পুনর্গণনার দাবি ...

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের ফল আবার গোনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে স্থানীয়রা।

রোববার (০৫ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মেয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন করেন ৫ নম্বর রহমতপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা।

বক্তারা বলেন, ২৮ নভেম্বরের তৃতীয় ধাপে নির্বাচনের ফলাফল সঠিক হয়নি। তাদের দাবি ১২টার পর ইভিএমের মেমোরি কার্ড দুই বার পরিবর্তন করায় গণনা সঠিকভাবে হয়নি। তাছাড়া ইভিএমে ভোট বাতিল যাওয়ার কোনো উপায় না থাকলেও তাদেরকে বলা হয়েছে ১ নম্বর ওয়ার্ডে ৭ ভোট বাতিল হয়েছে। ফলে নির্বাচনী ফলাফল পুনরায় গণনা না করে যেন বিজয়ী ঘোষিত মেম্বার প্রার্থীদের শপথ পাঠ করানো না হয়। এ ঘটনায় হাইকোর্টে রিট করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এর আগে একই দাবিতে তারা জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।