বেনাপোল (যশোর): বেনাপোল এলাকার পুটখালি সীমান্ত থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিছ স্বর্ণের বারসহ কামরুল ইসলাম (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত আসামি কামরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, আটককৃত আসামির বিরুদ্ধ স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএইচআর