ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
খুলনায় পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি পালিত

খুলনা: খুলনায় ছয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন পালন করেছেন পাটকল শ্রমিকরা।

শ্রমিকদের দাবিগুলো মধ্যে রয়েছে—ব্যক্তি মালিকানাধীন স্পিনার্স জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধ, অ্যাজাক্স ও সোনালী জুট মিলের শ্রমিকদের বকেয়া মুজুরি পরিশোধ, বন্ধ কলকারখানা চালু এবং সম কাজে সম মুজুরি দেওয়া।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিলের শ্রমিক নেতা মো. বাবুল হোসেনের পরিচালনায় অনশন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সরকার নিজেদের শ্রমবান্ধব সরকার বলে দাবি করে আমরাও সেটা মনে করি। কিন্তু ব্যক্তিমালিকানা জুট মিলমালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা অন্য খাতে ব্যয় করছেন। আর বীর মুক্তিযোদ্ধা শ্রমিকসহ অনেক বয়োবৃদ্ধ শ্রমিকরা বিজয়ের মাসে রাজপথে তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করছেন। সরকারের ভাবমূর্তিক্ষুন্ন করার জন্য মিলের মালিকরা পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামাচ্ছেন।

১৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় শ্রম ও প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ানের কাছে স্মারকলিপি দেওয়ার পর লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দেন শ্রমিক নেতারা।

এছাড়া শিরোমনি শিল্প এলাকার হুগলি বিস্কুট কো. শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ কারখানা চালুর দাবি জানান শ্রমিক নেতারা। বেলা ২টার সময় খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালী জুট মিলের শ্রমিক নেতা  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মো. বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, ওবায়দুর রহমান, মোকছেদ মোল্লা, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, অ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, মো. সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা  আলাউদ্দিন, মো. কেসমত, মো. আনছার, আবু তালেব, হোসেন আলী, শাহ মনিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. জামাল হাসান, আতাউর, সালাম, কাশেম, আলম, সবুর, রশিদ,  নুর ইসলাম, কামাল পাটোয়ারি, লিলি বেগম, রাজিয়া বেগম, শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানি ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।