ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নির্বাচনী প্রচারণায় হামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
আশুলিয়ায় নির্বাচনী প্রচারণায় হামলা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইউনিয়নের মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণায় কর্মীদের হামলার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাজুর বিরুদ্ধে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, শনিবার সন্ধ্যায় রিকশা যোগে মাইক করে নির্বাচনী প্রচারণায় নয়া পাড়া এলাকায় গিয়েছিলো মোঃ জুম্মান সৈকত, মো. জসিম ও মো. আব্দুল মুওালিব। এসময় রিকশার সামনে দাঁড়িয়ে যায় ১০ থেকে ১২ জন। পরে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও অটোরিকশায় এলোপাথারি লাথি দিতে থাকে। এসময় ধারালো অস্ত্র দিয়ে অটোতে আঘাত করে তারা। কিন্তু দ্রুত অটোরিকশা থেকে নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা দুজন।

মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেন, আমার ফিল্ড ভালো দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের মেম্বার প্রার্থী সাজু মোল্লার লোকজন কয়েক দিন ধরেই বাঁধা সৃষ্টি করে আসছিলো। তিন-চার দিন আগে সন্ধ্যার পর ডেকো গার্মেন্টস এলাকায় সাজুর কর্মীরা মদ খেয়ে আমার পোস্টার ছিঁড়েছে। কিন্তু ঝামেলা চাইনি দেখে চুপচাপ ছিলাম। আজ সাজুর কর্মী আলেকের বাড়ির সামনে আমার নির্বাচনী প্রচারণায় হামলা করা হয়েছে। ইচ্ছে করে ঝামেলা করতে এধরনের নোংরা কাজ করেছে তারা। আমি থানায় অভিযোগ দিয়েছি।

তবে একই ওয়ার্ডের অভিযুক্ত মেম্বার প্রার্থী সাজু মোল্লার নির্বাচনী অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে একটি ঘটনা ঘটেছে, সেই মেম্বার প্রার্থী থানায় এসে অভিযোগ করছে। পরবর্তী ব্যবস্থা তদন্ত করে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।