ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় মিছিলে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাওছার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বিজয় মিছিলে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাওছার

ফরিদপুর: ফরিদপুরে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. কওছার শেখ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি জেলার বোয়ালমারী উপেজেলার চতুল ইউনিয়নের পোয়াইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহাম্মদ রফিকুল ইসলাম। কওছার শেখ চশমা প্রতীকের সমর্থক ছিলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই গ্রামে চশমা প্রতীকের সমর্থনে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে গিয়ে শারীরিক অসুস্থতা অনুভব করেন কওছার শেখ। সেখান থেকে দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. অংকন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই কওছার শেখের মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

চেয়ারম্যান মহাম্মদ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কওছার শেখ আমার সমর্থক ছিলেন। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।