ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুগন্ধায় ভেসে উঠল তরুণের মুখ পোড়া মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
সুগন্ধায় ভেসে উঠল তরুণের মুখ পোড়া মরদেহ

ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পঞ্চম দিনে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সুগন্ধা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা সুগন্ধা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ডিউটিতে থাকা কর্মীরা সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হতে পারে। তার গায়ে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট পরা ছিল। তার মুখটা পোড়া অবস্থায় ছিল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।