ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘কক্সবাজারের ঘটনায় পর্যটন খাতে প্রভাব পড়বে না’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
‘কক্সবাজারের ঘটনায় পর্যটন খাতে প্রভাব পড়বে না’ ‘কক্সবাজারের ঘটনায় পর্যটন খাতে প্রভাব পড়বে না’

ঢাকা: সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রচাব পড়বে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন পথচলার ৫০ বছর’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন।

মাহবুব আলী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, নিউজিল্যান্ড সরকার এটাকে নেতিবাচক হিসাবে নেয়নি। কক্সবাজারের ঘটনাও নিন্দনীয়। সরকার সেখানে সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অল্প স্বল্প সব দেশেই এ ধরণের ঘটনা ঘটে থাকে। এতে সরকারের বা পর্যটনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত পদক্ষেপ নিতে হবে যাতে এমন ঘটনা আর না ঘটে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. উবায়দুল মোকতাদির চৌধুরি, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ এইচ এম গোলাম কিবরিয়া, পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।