ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
রাজধানীতে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া তেলবাহী লরির ধাক্কায় আলামিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত কুড়াতলী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি নরসিংদী মনোহরদী এলাকায়। তিনি কোনো কাজের জন্য ঢাকায় এসেছিলেন। তার পরিচিত একজনের সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় খিলক্ষেত কুড়াতলী ফ্লাইওভারের নিচে তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে বাইক চালক ভালো আছেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই তেলবাহী লরি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।