ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক।

রাজশাহী: রাজশাহী মহানগরীর সোনাদীঘি মণিচত্বর এলাকার মাজেদা রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রোববার (০৯ জানুয়ারি) গভীর রাতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।

বর্তমানে তাদেরকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার নাম-পরিচয় প্রকাশের কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, গোপন বৈঠক করার সময় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সেখানে সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা কে কোনো পর্যায়ের নেতা তা জিজ্ঞাসাবাদ শেষে জানানো যাবে বলেও জানান পুলিশের এই কমকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।