ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এই সহযোগিতা চান।

বুধবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তারা দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে সম্মত হন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।