মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধুমালা (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে ওই ইউনিয়নের চকহরিচরণ এলাকায় এ ঘটনা ঘটে।
মধুমালা চকহরিচরণ এলাকার আব্দুল সালামের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মটর চালু করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে বেহুস হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০২২
জেডএ