ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, ২৫৪০ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
বিনা টিকিটে ভ্রমণ, ২৫৪০ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায়

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪০ জন যাত্রীকে জরিমানাসহ ভাড়া গুনতে হয়েছে। এসময় ৪ লাখ ৫২ হাজার ১২০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

 

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে বিভিন্ন যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়।  

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার স্যারের নির্দেশক্রমে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক, শাহীদুল ইসলামের নেতৃত্বে অভিযানে ছিলেন- পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী রেলওয়ে বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা, আবদুল্লাহ আল মামুন, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, পাকশী রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী মমতাজুল ইসলাম, পাকশী রেলওয়ে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এস এম রাজীব বিল্লাহ।

এছাড়াও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা, সাজেদুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর, রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক, আন্তঃনগর ট্রেনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।  

ডিসিও নাসির উদ্দিন আরও জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তাদের আটটি টিম গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটের বিভিন্ন স্টেশনগুলোতে ব্লক চেকিং অভিযান পরিচালনা করেন। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার ৫৪০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ আদায় হয়েছে, ৩ লাখ ৪ হাজার ৩২৫ টাকা, জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৯৫ টাকাসহ মোট ৪ লাখ ৫২ হাজার ১২০ টাকা রাজস্ব আদায় হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই রেলওয়ে কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।