মাগুরা: মাগুরায় করোনা মোকাবেলার জন্য ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী প্রকৌশলী আফাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ সামগ্রী তুলেন দেন।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাস,লাউতড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যরা।
মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বলেন, অন্য দেশের মত আমাদের দেশেও করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেলও অফিস খোলা রয়েছে। শিক্ষকরা নিয়মিত স্কুল, কলেজ, মাদরাসা যাচ্ছে। তাদের স্বাস্থ্যের কথা মাথায় নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক, সেনিটাইজার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনএইচআর