ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, নভেম্বর ৩, ২০২২
নারায়ণগঞ্জে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি জানান, বুধবার দিনগত রাত ২টায় ফতুল্লা মাসদাইর খানকার সামনে অটোরিক্সা থামিয়ে ডাকাতির চেষ্টাকালে কামাল হোসেন (৫৫), রাকিব (১৯), সাব্বির (২১), শাকিল (২৪), হারুন (৩৬) ও ফয়সালকে (১৯) গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্রাটসহ (২৫) অজ্ঞাতনামা ৭/৮ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি সুইচ গিয়ার চাকু, দুইটি ছোরা, রশি ইত্যাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, রাত ১টায় মাসদাইর গুদারাঘাট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে দূর্ধর্ষ ছিনতাইকারী মো. সাব্বিরকে (৩২) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা, চুরি ও মাদক মামলাসহ ১১ টি মামলা রয়েছে।

অপরদিকে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেনসহ বিভিন্ন মামলার পলাতক পরোয়ানাভুক্ত আসামি হাসান আলী (২৯), শাহ আলম (৩১), রুবেল শেখ, রাকিব হোসেন (২৬), পান্নু হাসান (৩০), আল আমিন (২৫), রফিকুল ইসলাম (২৪), নয়নসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এমআরপি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ