ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে শকুনি লেকের সৌন্দর্য রক্ষায় অর্ধশত দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, নভেম্বর ৩, ২০২২
মাদারীপুরে শকুনি লেকের সৌন্দর্য রক্ষায় অর্ধশত দোকান উচ্ছেদ

মাদারীপুর: মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেকের সৌন্দর্য রক্ষার্থে উচ্ছেদ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ অর্ধশত দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।

তিনি জানান, জেলা শহরের শকুনি লেকের চারপাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে কেনাবেচা করায় লেকের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের হাঁটা-চলা করতে বিড়ম্বনায় পড়তে হয় -এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে জরিমানা না করলেও ভ্রাম্যমাণ অর্ধশত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি দখলকৃত সবাইকে সরিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই জব্দ হওয়া মালামাল বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, লেকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ