ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটেরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, নভেম্বর ৭, ২০২২
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটেরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোখলেছ আলী মণ্ডল (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোখলেছ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী বাজারের বাচ্চু মণ্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, মোখলেছ মোটরসাইকেল চালিয়ে কোমরপুর বাজার থেকে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। পথে কালিতলা এলাকায় একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোকলেছ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়লে ওই কাভার্ডভ্যানটিই তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পালানোর সময় ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।